Dhaka, Bangladesh
আমি মুসাফির রাহাদ , "সহজ হোক বাংলা শেখা" এই মূলমন্ত্রকে হৃদয়ে ধারণ করে জীবনকে উৎসর্গ করেছি বাংলা শেখআনোর কাজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে নিজেকে নিয়োজিত করেছি বাংলা শেখানোর কাজে ।ছাত্রাবস্থায় সেই ২০০৯ সাল থেকেই বিভিন্ন University admission / BCS কোচিং এ বাংলা শেখানোতেই মেতে আছি আনন্দে ! ClassRoom /Musafir Rahad ইউটিউব চ্যানেলের মাধ্যমে সহজ বাংলাকে অনলাইনে পৌঁছে দিয়েছি,দুই বাংলার এক কোটিরও বেশি শিক্ষার্থীর মাঝে । বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি প্রতিষ্ঠানে বাংলা প্রশিক্ষক/প্রভাষক হিসেবে কর্মরত আছি। এছাড়াও বিভিন্ন নামিদামি কোচিং সেন্টারেও বাংলা শেখানোর কাজে ব্যয় করেছি এবং করছি । তাছাড়া বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও বাংলা পাঠদান করেছি । Online / Offline উভয়দিকেই সমানভাবেই চলছে বাংলা শেখানোর আনন্দের কাজ। আলহামদুলিল্লাহ । থাকুন মুসাফির রাহাদের সাথে , শিখুন নতুন কিছু, নতুনভাবে !!